কক্সবাজার টেকনাফে উপজেলা প্রশাসন ও র্যাব-১৫ এর যৌথ উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একটি ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল প্রায় ৫০হাজার টাকার ওষুধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে অবৈধ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে দোকানদারকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ (০৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার পৌরসভা অলিয়াবাদ মহিউদ্দীনের দোকানে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।
এসময় র্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মাহাবুব চৌধুরী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার বিমানচন্দ্র কর্মকার, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগের ডাঃ প্রণয় রুদ্র, স্যানিটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।