বছরের শেষ মেজর টুর্নামেন্টের ফাইনালে রবিবার রাতে রাশিয়ান তারকা টেনিসার দেনিল মেদেভেদেভের বিপক্ষে সরাসরি সেটে হেরে গ্র্যান্ড স্ল্যাম খুঁইয়েছেন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা নোভাক জোকোভিচ। ফলে এক বছরে চারটি এবং সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের দৌঁড়ে ফেদেরার ও নাদালকেও ছাড়িয়ে যেতে পারলেন না তিনি।
ইউএস ওপেনের এবারের আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে জার্মান তারকা আলেকজান্ডার জিভারেভকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে জোকোভিচ। অন্য সেমিফাইনালে অ্যালিয়াসিমেকে হারিয়ে ফাইনাল নিশ্চিত হয় মেদভেদেভের।
ফাইনাল ম্যাচে জিততে পারলেই দীর্ঘ ৫২ বছরের ইতিহাস ভেঙে এক মৌসুমে চার-চারটি গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ ছিল। আবার পুরুষ এককে সর্বোচ্চ ২১তম শিরোপা জেতারও সুযোগ ছিল। কিন্তু কোনোটিই স্পর্শ করতে পারলেন না বিশ্ব টেনিস র্যাঙ্কিয়ের এক নম্বর তারকা।
বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাতে ইউএস ওপেনের ফাইনালে তাকে ৬-৪, ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। ২৫ বছর বয়সী এই টেনিস তারকা এর আগে দুইবার জকোভিচের কাছে ফাইনালে হেরেছিলেন।
ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও এ যাত্রায় আক্ষেপ নিয়ে কোর্ট ছাড়তে হয় জকোভিচকে। ফাইনাল হারের পর উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যদিও আজ জিতিনি কিন্তু আপনারা আমার দিনটি বিশেষ করে তুলেছেন। এ জন্য আমি খুবই খুশি। আপনাদের সমর্থন আমার হৃদয় ছুঁয়ে গেছে। এমন নিউ ইয়র্ক আমি আগে কখনো উপলব্ধি করিনি। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। সকলের জন্য ভালোবাসা।’