বরগুনার তালতলী উপজেলার নির্মাণাধীন কয়লাভিত্তিক চায়না সাংহাই ইলেকট্রিক পাওয়ার কোম্পানিতে কর্মরত সাড়ে তিন হাজারের বেশি শ্রমিক ৭ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির ঘোষণাও দেয় শ্রমিকরা।
সোমবার ২৭ সেপ্টেম্বর সকাল আটটার দিকে তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা গ্রামের নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে শ্রমিকরা বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) ব্যানারে আন্দোলন কর্মসূচি পালন করে। তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় গেট শুরু করে মেইন গেট পর্যন্ত শ্রমিকরা কয়েক কয়েক ঘন্টা ৭ দফা দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা দেয়।
এর আগে শ্রমিকরা গত ২৩ সেপ্টেম্বর চাইনিজ কোম্পানির কর্তৃপক্ষকে শ্রম আইন অনুযায়ী ৮ ঘন্টা ডিউটি করানো অতিরিক্ত সময় ওভারটাইমের দ্বিগুণ মজুরি বিনা কারণে চাকরি থেকে ছাঁটাই প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি কাজ শেষে শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়া নামাজের স্থান ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এই শাস্তি দাবি উত্থাপন করে তিন দিনের মধ্যে দাবি পূরণ করার জন্য সময় বেঁধে দিয়েছিল।
গতকাল ২৬ সেপ্টেম্বর বেঁধে দেওয়া সময়ের শেষ দিন কোম্পানি কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দেয়ায় আজ শ্রমিকরা দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) তালতলী শাখার সভাপতি মোঃ জাফর মিয়া বলেন, তিনদিন গত হলেও কোম্পানি কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি কোনো কর্ণপাত না করা আজ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।