বলিউডের ‘শাহেনশাহ’ বলেন, ‘অনেকেই সেই সময়ে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে বড় পর্দা থেকে ছোট পর্দায় আসলে আমার তারকা ইমেজের চরম ক্ষতি হতে পারে। তাদের কথা কান দিয়ে শুনেছিলাম কিন্তু নিজের প্রতি আমার বিশ্বাস ছিল। তা ছাড়া সেই সময় কোনো কাজ পাচ্ছিলাম না। সিনেমার প্রস্তাবও আসছিল না। খুব, খুব কঠিন সময় ছিল। তবে শেষ পর্যন্ত কৌন বনেগা ক্রোড়পতি’র প্রথম সিজনের প্রথম পর্বের পর যে সাড়া পেয়েছিলাম আসমুদ্রহিমাচল ভারতবাসীর থেকে, এককথায় মুগ্ধ হয়ে গেছিলাম। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আমাকে! মনে হয়েছিল গোটা পৃথিবী আমার সঙ্গে আছে।’
বয়স আশির কাছাকাছি কিন্তু এখনো নিয়মিত বড় পর্দায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’, অজয় দেবগনের ‘মে ডে’ এবং নাগরাজ মঞ্জুলে পরিচালিত স্পোর্টস-ড্রামা ঘরানার ‘ঝুন্ড’, প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাগ অশ্বিনের সিনেমায় দেখা যাবে তাকে।