দিনাজপুরের বিরামপুরের খানপুর ইউনিয়নের একটি গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে হচ্ছিলো। এ খবর পেয়ে পুলিশের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ছুটে আসেন। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের পোশাকে বর রুবেল হোসেনের (২২) পাশে বসে পড়েন কনের ভাবি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
জানা যায়, বিয়ের আসর থেকে কাজি রেহান রেজাকে (৪৭) আটক করেছে পুলিশ। তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বর রুবেল হোসেনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কাজি রেহান রেজা উপজেলার চেংমারী গ্রামের হুমায়ুন রেজার ছেলে। আর বর রুবেল হোসেন নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলী ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের খবরে পেয়ে দ্রুত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিয়ের জন্য নিকাহ্ রেজিস্ট্রারের খসড়া লেখা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। ওই সময়ই প্রশাসন সেখানে উপস্থিত হওয়ায় বাল্যবিয়ে ঠেকানো গেছে। কনে সেজে মেয়ের ভাবি বরের পাশে বসে পড়েছিলেন। বরকে অর্থদণ্ড আর কাজিকে কারাদণ্ড দেওয়া হয়েছে