স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটে ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনা হয়। বিরাট কোহলিকে বাদ দিয়ে অধিনায়ক নির্বাচন করা হয় রোহিত শর্মাকে। এরপর জল্পনা চলছিল, ওয়ানডেতেও হয়তো রোহিত শর্মাকে নেতৃত্বে নিয়ে আসা হতে পারে।
শেষপর্যন্ত সেটাই ঘটলো। একদিনের ক্রিকেটেও ভারতের অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা। বিরাট কোহলি শুধুমাত্র টেস্টেই ভারতকে নেতৃত্ব দেবেন।
এমনিতে ভারতকে একদিনের ক্রিকেটে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। তার জয়ের রেকর্ড ৮০ শতাংশ। বিরাটের অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ জিতিয়েছিলেন। ফাইনালে হারিয়েছিলেন বাংলাদেশকে। এবার স্থায়ীভাবে রোহিতের হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিল বিসিসিআই।
আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই ৫০ ওভারের ক্রিকেটে রোহিত-যুগ শুরু হতে যাচ্ছে। যার ফলে এবার থেকে সাদা বলের সবধরনের ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।