প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।
তবে সঠিক আইডি ও পোস্টের লিঙ্ক পাওয়া না যাওয়ায় অভিযোগটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সাতকানিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন জিসান অভিযোগটি দায়ের করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদী
সঠিক আইডি ও পোস্ট লিঙ্ক সংগ্রহের চেষ্টা করছে। আমরাও তাদের সহযোগিতা করছি। সঠিক আইডি ও পোস্ট লিঙ্ক পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।