মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক অঞ্চলের ২ নম্বর প্রকল্প এলাকায় একটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদসহ শরীফুল ইসলাম ও রিপন নামে দুইজনকে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাব। আটক শরীফুল ইসলাম বান্দরবানের লামা উপজেলার ও রিপন খুলনার দাকোপ থানার বাসিন্দা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পাই। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হলেও কয়েকজন পালিয়ে যায়। চোলাই মদ তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি প্রতিদিন এখান থেকে দুই-তিন লাখ টাকার চোলাই মদ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।