চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজ লাইব্রেরির বর্ধিত অংশ এবং একাডেমিক ভবন-২ এর সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ ২৮ ডিসেম্বর, মঙ্গলবার সকালে নগরীর দামপাড়াস্থ সিএমপির সদর দপ্তরে একাডেমিক ভবন ২ এর সম্প্রসারণ কাজসহ স্কুল অ্যান্ড কলেজ লাইব্রেরি আধুনিকিকরণসহ বর্ধিত অংশের উদ্বোধন করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার প্রশাসন শামসুল আলম, উপ কমিশনার (সদর) আমির জাফর, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.জাহাঙ্গীর আলমসহ উর্দ্ধতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল লাইব্রেরির অবকাঠামোগত উন্নয়ন এবং বইয়ের বিপুল সংগ্রহের ভূয়সী প্রশংসা করে বলেন, এই লাইব্রেরি কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের টেকনিক্যাল এবং প্রযৃক্তিগত শিক্ষা দিতে বিভিন্ন অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করতে সিএমপি কমিশনারের প্রতি অনুরোধ জানান।
তিনি আরও বলেন, দেশের বেস্ট লাইব্রেরির মধ্যে এটিও একটি।
সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজারেরও অধিক বই রয়েছে।
সিএমপি স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিকে আরও উন্নত ও আধুনিক করা হবে জানিয়ে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির বলেন, শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করে তুলতে নানান উদ্যোগ নেওয়া হবে।