বর্ণাঢ্য আয়োজনে চট্রলার ঐতিহ্যবাহী সামাজিক সংঘটন ফুটন্ত কিশোর সংঘের ১০ম বর্ষপূতি অনুষ্ঠান উদযাপন করা হয়।
সারাদিন ব্যাপি নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান উদযাপন করা যায়।
১০ম বর্ষপূতি অনুষ্ঠানের অংশ হিসেবে আন্তজার্তিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামি (পিআরএল), প্রধান আলোচক – এস এম আজিজ, বিভাগীয় সিনিয়র সহসভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, জনাবা এডভোকেট রুনা কাশেম, সাবেক ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুমা বেগম, প্রবেশন অফিসার, সমাজ সেবা অধিদপ্তর, চট্টগ্রাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংঘটনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন – সাধারণ সম্পাদক মোফাস্সেল হক হিমু, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন, সহ সভাপতি আবু তৈয়ব বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফাহিম ইব্রাহিম, আনিসুল ইসলাম, মাহিন, আইমন আলী, সৌরভ, নীরব,নুরুল হাসান,আইরূভ, রাসেল, তাসিন, সায়িম প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংঘটনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১০ বছর যাবৎ ফুটন্ত কিশোর সংঘ মানবতার সেবায় সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে আসছে এবং অদূর ভবিষ্যতে মানবতার সেবায় কাজ করে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন সংঘটনের নেতৃবৃন্দ।