রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Logo সমাজ উন্নত করতে এবং দুর্যোগ মোকাবেলায় যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম Logo নড়াইলের চিহ্নিত ডিজিটাল প্রতারক বেনজির ঢাকা’র কাউন্টার টেররিজম ইউনিটের হাতে গ্রেপ্তার Logo মানবতার নজির, ৪১ জন শ্রমিকের উদ্ধারের পর বার্তা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির Logo জমকালো আয়োজনের মধ্য দিয়ে সনাতন টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। Logo নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু Logo বীরগঞ্জে জাতীয় যুব উন্নয়ন দিবস পালিত Logo বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন Logo ফুলবাড়ীতে উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত Logo নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত Logo নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য এড.রবীন্দ্র ঘোষের নাম প্রস্তাব

সোনার বাংলা নিউজ / ৬৮৫ বার পঠিত
আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ

২০২২ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বাংলাদেশের মানবাধিকার নেতার এড.রবীন্দ্র ঘোষের নাম প্রস্তাব করা হয়েছে। অসলোর নোবেল পিস প্রাইজ কমিটিতে প্রাথমিক বাছাইএর জন্য  তাহার নাম গৃহীত হয়েছে।  আর তাহার নাম প্রস্তাব করেছেন নিউইয়র্কের বিশিষ্ট মানবাধিকার কর্মী ড. সব্যসাচী ঘোষ দস্তিদার। তিনি নোবেল পিস কমিটির একজন মনোনয়নকারী বা নমিনেটর। ড. দস্তিদার সাপ্তাহিক বাঙালীকে জানান, তিনি মনোনয়নপত্রের সংক্ষিপ্ত ডিসকোর্সে তাহার সম্পর্কে উল্লেখ করেছেন, বাংলাদেশের মূল আদর্শের জন্য লড়াই করছেন। এই মূল আদর্শ হলো একটি সেক্যুলার এবং সর্বধর্মের প্রতি সহনশীল রাষ্ট্র গঠন।  উনি বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন রক্ষার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন। সর্বোপরি তাদের মূল এজেন্ডা হিউম্যান রাইটস প্রতিষ্ঠা।

ড. দস্তিদার জানান, রবীন্দ্রনাথ ঘোষের নাম প্রস্তাব করার পরপরই নোবেল পিস কমিটি জানায়, উক্ত প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি বলেন, প্রতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য বিপুল সংখ্যক নাম প্রস্তাবাকারে পাঠানো হয়। কিন্তু সব নাম গৃহীত হয় না। এইসব গৃহীত নাম থেকে লং লিস্ট শর্ট লিস্ট শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, ড. সব্যসাচী ঘোষ দস্তিদার পঞ্চাশ বছরেরও বেশি আগে বরিশাল থেকে আমেরিকায় আসেন। এলাবামার এএন্ডএম ইউনিভার্সিটি, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা ছাড়াও দীর্ঘদিন নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির ওল্ড ওয়েস্টবারি কলেজে পড়িয়ে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। এছাড়াও তিনি ফুলব্রাইট স্কলারশীপে কাজাখস্তান, আয়ারল্যান্ড, ইন্ডিয়ায় বিভিন্ন ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেছেন। ড. দস্তিদার আমেরিকায় থেকেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল আদর্শ রক্ষাসহ মানবাধিকার রক্ষায় কাজ করে চলেছেন।

তিনি বলেন, মানবাধিকার এবং সংখ্যালঘুদের রক্ষায়  রবীন্দ্রনাথ ঘোষের যে বিশাল ভূমিকা তা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সে কারণেই তাদের নাম প্রস্তাব করা হয়েছে। এবং সেই প্রস্তাব গৃহীত হয়েছে।


আপনার মতামত লিখুন :

৪ responses to “শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য এড.রবীন্দ্র ঘোষের নাম প্রস্তাব”

  1. sasanka dasgupta says:

    please send to my email id as stated below

  2. Goutom kumar Bhattacharjee says:

    As per recommended from Dr. Sabbosachi Ghosh for the prize of Noble Prize of Peace for the man Ad. Rabindra nath Ghosh is perfect and zenuine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD