আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ বন্ধ করতে ফের ভারতের দ্বারস্থ ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটির বিদেশমন্ত্রী আরও একবার ভারত সরকারকে অনুরোধ জানালেন, রাশিয়ার সঙ্গে কথা বলে যুদ্ধ থামানোর চেষ্টাকরতে। তবে এবার শুধু ভারত নয়, চিন এবং নাইজেরিয়াকেও একই ভাবে যুদ্ধ থামানোর উদ্যোগ নিতে অনুরোধ করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। শনিবার ইউক্রেনের বিদেশমন্ত্রী ডিমিত্র কুলেবার বলেন, ভারত এবং রাশিয়ার মধ্যে বিশেষ সম্পর্ক আছে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে তাঁকে বোঝাতে যে যুদ্ধ কারও ভাল হবে না। তিনি আরও দাবি করেন, ভারত ইউক্রেনে উৎপাদিত শস্যের বড়সড় গ্রাহক। আর এভাবে যুদ্ধ চলতে থিকলে আমরা নতুন করে ফসল উৎপাদন করতে পারবনা। যা ভারত এবং গোটা বিশ্বের খাদ্য সুরক্ষাকে ও প্রশ্নের মুখে দাঁড় করাবে। ডিমিত্র কুলেবা এদিন বলেন,বিশ্বের সব দেশের উচিত রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা করা উচিত। এক টেলিভিশন বার্তায় তিনি আরও দাবি করেছেন, ৩০ বছর ধরে ইউক্রেন এশিয়া এবং আফ্রিকা থেকে পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে। এই পড়ুয়ারা যাতে বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা ট্রেনের ব্যবস্থা করেছি, হটলাইন তৈরি করেছি। ইউক্রেনের সরকার এই পড়ুয়াদের ফেরাতে সবরকম চেষ্টা করছে। এর আগেও একাধিকবার যুদ্ধ বন্ধে ভারতের সাহায্য চেয়েছে ইউক্রেন। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। ভারতের ইউক্রেনীয় রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যুদ্ধ বন্ধে পদক্ষেপ করতে আর্জি জানিয়েছেন।