চট্টগ্রাম জেলার আওতায় দিন ফটিকছড়ি উপজেলা, ভূজপুর, জঙ্গল শোভনছড়ি, শ্রী শ্রী পাতালকালী মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে, শুক্রবার মন্দির প্রাঙ্গণে প্রধান উপদেষ্টা, অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে ও শপদ পাটের মাধ্যমে ৩৮ উপদেষ্টা ও ১১৫ সদস্য বিশিষ্ট ২২-২৪ দুই বছরের জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়,
নতুন কমিটিতে ডা. লিটন চক্রবর্ত্তী কে সভাপতি, শিমুল কুমার নাথ সাধারণ সম্পাদক ও আদিত্য সৈকত দাশ কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে ।