স্মরণ কালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলা। খাদ্য ও পানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে বানবাসী মানুষের জীবন। এমন দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের পাশে ত্রাণ নিয়ে হাজির হয়েছে চট্টগ্রামের ৩ যুবক
হবিগঞ্জে বানিয়াচং বন্যার্ত প্রায় ৫০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী (রান্না করার খাবার ও শুকনো খাবার ) পৌঁছে দিয়েছেন জুয়েল আইচ, লিংকন তালুকদার, সবুজ দাশগুপ্ত নামে চট্টগ্রামের এই ৩ যুবক।
শনিবার (২৫ জুন) নৌকাযোগে হবিগঞ্জ বানিয়াচং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে বিভিন্ন সংগ্রহীত অর্থায়নে এ উপহার সামগ্রী পৌঁছে দেন তারা। এর আগে ২৪ জুন সকালে চট্টগ্রাম থেকে রওনা দেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে জুয়েল আইচ বলেন, মানবতার কল্যাণে ছুটে যাওয়াই আমাদের ধর্ম। বন্যার ফলে এইসব মানুষের দুরাবস্থা দেখে আমরা বসে থাকতে পারিনি। আমরা নিজ জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ৫ শতাধিক মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। জাতির দুর্দিনে চট্টগ্রামের জনগণ সবসময় অতীতের ন্যায় পাশে থাকবে।
সবুজ দাশগুপ্ত বলেন, শুরু থেকে বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি আমরা । এরই ধারাবাহিকতায় আজকের এই সহযোগিতা, আমরা আরও কিছু পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করার চেষ্টা করছি।