নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ১ জুলাই, চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানাধীন প্রর্বতক ইসকন শ্রী কৃষ্ণ মন্দিরে উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়।
উক্ত রথযাত্রা অনুষ্ঠানে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে, এর আগে চট্টগ্রাম ২নং গেইট চট্টগ্রাম কনভেনশন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটি প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্ন্মা, আমন্ত্রিত অতিথি সহ বিভিন্ন উপজেলা কমিটি নেতৃবৃন্দ এইসময় প্রায় ৬ হাজার সদস্যের বিশাল এর র্যালী নিয়ে কমিউনিটি সেন্টার হল থেকে শুরু করে রথযাত্রার মূল র্যালীতে অংশগ্রহণ করে উক্ত র্যালীটি কোতোয়ালি গিয়ে শেষ হয়, উক্ত আয়োজন টি জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা রথযাত্রা আহবায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে এ রথযাত্রায় অংশ গ্রহণ করেন।