ঈদগাহ উপজেলার ৩ নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নির্বাচনে ভোটের সমীকরণ জটিল করার পাশাপাশি প্রচারে এনেছে বাড়তি উত্তেজনা। এলাকার ভোটাররা বলছেন, তাঁরা এখনো প্রার্থীদের দেখা না পেলেও ভোটার এলাকায় সমর্থকদের তৎপরতায় জমজমাট নির্বাচনী পরিবেশ টের পাচ্ছেন। দিনে কয়েকবারও গেছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা, প্রায় সারাদিনই এলাকার জুড়ে বেজেছে ভোট চেয়ে গান।
জানা গেছে, ভোটের এক সপ্তাহ আগে থেকে বিভিন্ন এলাকায় ঘুরে প্রার্থীদের প্রচারণায় সরগরম। বলছে নির্বাচন মানেই আনন্দ আর উচ্ছ্বাস। প্রতিদিনই হচ্ছে মিটিং সবার প্রচার প্রচারণা।
এবার ওয়ার্ড আওয়ামী লীগ নির্বাচনে ২ টি পদের জন্য লড়েছে ৪ জন প্রার্থী। এর মধ্যে একে অপরের প্রতিদ্বন্ধী দুই সভাপতি দিলীপ কান্তি দে ও টিটু কান্তি দে আর সাধারণ সম্পাদক প্রিয়রঞ্জন দে ও মমতাজ আহমেদ। সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রিয়রঞ্জন দে তার প্রতিদ্বন্ধী মমতাজ আহমেদকে সম্মান করে নির্বাচনী ইশতেহার থেকে প্রত্যাহার করে ঘোষণা দিয়েছে বলে জানা গেছে। সুতরাং সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করে। চলছে সভাপতি নির্বাচন।
জানা গেছে, এলাকা বাসীর সিনিয়র জুনিয়র সকলের সম্মেলিত প্রচেষ্টায় হাজারো কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে জয়ের মালা গলায় নিয়ে ঘরে ফিরালেন তাদের স্বপ্নের সুযোগ্য সন্তান সভাপতি টিটু কান্তি দে’কে। মোটর সাইকেল মার্কার জয়ে এলাকাজুড়ে সাধারণ মানুষ আনন্দে আবেগে আপ্লূত হয়ে অশ্রুর মিছিল আনন্দের উচ্ছ্বাস গণজোয়ারে ভাসিয়েছেন।