বিনোদন ডেস্ক : সবসময়ই নিজের মতামত স্পষ্ট বলতে পছন্দ করেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। এই যেমন আলিয়ার অ’ন্ত্বঃস’ত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর অনেকের মনে নানা প্রশ্ন জন্ম নিলেও তা প্রকা’শ্যে আসেনি। কিন্তু সেই প্রশ্ন মজার ছলে করেই বসলেন রাখি।
বিয়ের মাত্র দুমাসেই আলিয়া ভাটের সন্তানসম্ভবা হওয়ার খবর খুশির সঙ্গে সঙ্গে দর্শক মনে তৈরি করেছিল নানা প্রশ্ন। তবে কি বিয়ের আগেই নতুন অতিথি আগমনের কথা টের পেয়েছিলেন আলিয়া ও রণবীর? এই প্রশ্নকেই আরেকবার উসকে দিলেন রাখি সাওয়ান্ত।
প্রেমিক আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে সন্তানস’ম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে রাখি বলেন, এই যেমন আলিয়া বিয়ের দুদিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানান, আমি তো চাই বিয়ের দিনই আমি মা হয়ে যাই। আমার পেট যেন তখনই সবার নজরে আসে।
বর্তমানে অভিনয় থেকে দুরে থাকলেও প্রেমিক আদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি। দুজনে মিলে টিকটক ভিডিও করেন, কখনো রাগ, কখনো আবার প্রেম, ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজেদের আপডেট।
এই মুহূর্তে প্রেমিককে নিয়ে নিজের ‘হ্যাপি স্পেস’-এ আছেন রাখি। অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর আলিয়া আপাতত নতুন অতিথি আসার দিন গুনছেন। আপাতত কিছু দিনের বিরতি। শোনা যাচ্ছে, আগামী বছর থেকে নতুন কাজ শুরু করবেন নায়িকা।