গত ২১ সেপ্টেম্বর (বুধবার) সাফজয়ী বাংলাদেশ নারী ফটবল দল ঢাকা আগমন করেন। ঢাকা এয়ারপোর্টে নামার পর দলের দুই সদস্য কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের লাগেজ ভেঙ্গে ডলার চুরির ঘটনা ঘটে। এই ব্যাপারে তারা আনুষ্ঠানিক অভিযোগ না করলেও ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিট, এপিবিএন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জানা গেছে, কৃষ্ণা রানী সরকারের লাগেজের তালা ভেঙে ৯০০ মার্কিন ডলার ও ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়ে গেছে ৪০০ মার্কিন ডলার। এছাড়া কিছু মূল্যবান জিনিসপত্রও খোয়া গেছে এই দুই ফুটবলারের। বুধবার রাতে বাফুফে ভবনে লাগেজ আসার পর চুরির ঘটনা জানতে পারেন ফুটবলাররা।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিমানবন্দর এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছি।