কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারদীয় দুর্গা পূজোর আনন্দ ভাগাভাগি ওমধুময় করতে শুভ মহা সপ্তমী-অষ্টমীতে অসহায় দরিদ্র ১০০ জন সনাতনী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ ও নদগ অর্থ প্রদান করেন বিষ্ণু ফাউন্ডেশন ও সনাতনী জয়যাত্রা গীতাসংঘ।
২রা অক্টোবর বড়ভিটা সেনের খামার সার্বজনীন দুর্গা মন্দিরে ও ৩রা অক্টোবর নাওডাঙ্গা প্রোমদারঞ্জন জমিদার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে নগদ অর্থ এবং বস্ত্র বিতরণ করেন বিষ্ণু ফাউন্ডেশ ও সনাতনী জয়যাত্রা গীতা সংঘের সদস্যবৃন্দ।
বস্ত্র বিতরণে উপজেলার শাখার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিষ্ণু ফাউন্ডেশনের এই মহৎ কাজকে স্বাদুবাদ জানান ও বিষ্ণু ফাউন্ডেশনসহ সনাতনী জয়যাত্রা গীতাসংঘের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং বিষ্ণু ফাউন্ডেশনের সকল সদস্যদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন – বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরিন্দ্রনাথ রায় ও সুনীল চন্দ্র রায়; শ্রী সুশীল চন্দ্র রায়, সভাপতি আন্তঃউপজেলা নামযজ্ঞ মহোৎসব ফুলবাড়ী শাখা; শ্রী কার্তিক চন্দ্র সরকার সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা; ভরত চন্দ্র রায়, সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা ; রতন কুমার রায়,সাধারণ সম্পাদক,নাওডাঙ্গা প্রোমদারঞ্জন জমিদার বাড়ী মহার্চনা গীতাসংঘ; নরেশ চন্দ্র বর্মা,সভাপতি,নাওডাঙ্গা প্রোমদারঞ্জন জমিদার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির; রতন কুমার নট্ট, সাধারণ সম্পাদক নাওডাঙ্গা প্রোমদারঞ্জন জমিদার বাড়ি সার্বজনীন; করুনা কান্ত বর্মন, বিষ্ণু ফাউন্ডেশন; প্রদীপ কুমার রায়সহ-সভাপতি বিষ্ণু ফাউন্ডেশন; ইন্দ্রজীৎ কুমার রায়, কোষাধ্যক্ষ বিষ্ণু ফাউন্ডেশনসহ বিষ্ণু ফাউন্ডেশনের ১১জন সদস্য উপস্থিত ছিলেন।