অভিজিৎ কুমার দাসঃ ফুলছড়ি-সাঘাটা গাইবান্ধা-৫ আসন জাতীয় সংসদের স্পীকার প্রয়াত এ্যাড.ফজলে রাব্বি মিয়ার মৃত্যুর পর শূন্য আসন ঘোষণা করা হলে উপ-নির্বাচনে
আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসাবে জননেতা মাহমুদ হাসান রিপনকে মনোনীত করে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনা। আগামীকাল ১২ই অষ্টোবর সাঘাটা ফুলছড়িতে জাতীয় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচনী শেষ প্রচারণার দিন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ ,ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা ও উপজেলা ফুলছড়ি-সাঘাটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কাতলামারি, ফুলছড়ি ও গজারিয়া ইউনিয়নে উঠান বৈঠক করে নৌকা মার্কার প্রার্থীকে পূর্ণ সমর্থন করে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বাবু রণজিৎ বকসী সূর্য, সাধারণ সম্পাদক বাবু চঞ্চল সাহা, পুজা উৎযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্জিবন দে রকি, যুব ঐক্য পরিষদের জেলা নেতা সুমন চক্রবর্তী, যুব ঐক্য পরিষদের অভিজিৎ কুমার দাস অভিসহ প্রমুখ।
চঞ্চল সাহা উঠান বৈঠকে বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। দেশ এখন কিছুটা হলেও জঙ্গিমুক্ত ও আলোকিত। উন্নয়ন গতিশীল হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সাঘাটা-ফুলছড়িতে নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপনকে নির্বাচিত করতে হবে। সাঘাটা ও ফুলছড়ি বাসীকে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় না হলে সাঘাটা-ফুলছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা যাবে না। বিএনপি ও জাতীয় পার্টির অতীতের শাসনের সময় দেশে সম্প্রদায়িক সম্প্রীতি শুধু নষ্টই হয়নি, তাদের সন্ত্রাসী গোষ্ঠীর হাতে সংখ্যালঘু ভাই-বোনেরা নির্যাতিত হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত করতে পারেনি। এবার আসন্ন উপ-নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় সুনিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীসহ জাতি-ধর্ম-গোষ্ঠী নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান তিনি।