কুড়িগ্রামপ্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২২ রোজ, বৃহষ্পতিবার বিকেল ৩.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট/২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
তৃণমূল পর্যায়ে ভাল খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহ বৃদ্ধির লক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উক্ত খেলার শুভ সূচনা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ফাইনাল খেলার প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ উপস্থিত দর্শকবৃন্দ।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের পুরুস্কার প্রদান ও প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
উক্ত ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে রাজারহাট উপজেলার রতিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং বিভাগীয় পর্যায় খেলার প্রতিনিধিত্ব করবেন।