বিসিসিআইয়ের সভাপতি পথ হারিয়ে এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। শনিবার সন্ধ্যায় কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আগামী ২২ অক্টোবর মনোনয়নপত্র দেবার শেষ তারিখ সেইদিন তিনি মনোনয়ন দেবেন।
১৩ অক্টোবর কলকাতায় একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পর তিনি বলেছিলেন আর প্রশাসক হিসেবে তাকে দেখা যাবে না। তবে মাত্র দুদিনের মধ্যে তার নিজের অবস্থান থেকে ফের সরে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলী।
শনিবার তিনি বলেন, ‘হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছা রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।’
এদিন সৌরভ জানান, তার বিরুদ্ধে ইদানীং যে কুৎসা রটানো হচ্ছে, তার জবাব দিতেই নির্বাচনে লড়ছেন তিনি। এ সময়ে সাবেক এই অধিনায়কের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিএবির বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়া।
এদিন তাকে আরও প্রশ্ন করা হয়েছিল, তিনি আইসিসিতে লড়বেন কিনা? এর উত্তরে তিনি বলেন, ‘আমি সিএবিতে নির্বাচনে দাঁড়াচ্ছি।’ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী। সেখান থেকেই তিনি বিসিসিআই সভাপতি হয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ঘোষণায় আবারও ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে।
এর আগে শোনা যাচ্ছিল, সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশিস গাঙ্গুলী সিএবির পরবর্তী সভাপতি হতে পারেন। তবে বিসিসিআই সভাপতির পদ থেকে সৌরভের সরে যাওয়ার খবর নিশ্চিত হতেই সমীকরণ বদলে যায়। খবর চাউর হয়, সাবেক এই অধিনায়ক সভাপতি হিসেবে ফের রাজ্য প্রশাসনে ফিরতে পারেন। অবশেষে সে জল্পনাই সত্যি হতে চলেছে।