কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর থানার এস আই মাজেদুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছে।
গত ১৬ অক্টোবর (রবিবার) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অক্টোবর /২০২২ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরে কুড়িগ্রাম সদর থানার এস আই মাজেদুল ইসলামকে বিগত মাসে অধিক মামলা নিষ্পত্তি ওয়ারেন্ট তামিল ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার।
এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।