কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দুঃস্থ ও অসহায় একটি পরিবারকে টিউবওয়েল প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা।
নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুঠি গ্ৰামের অসহায় আমিনা বেগমের পরিবারের জরাজীর্ণ ও নষ্ট টিউবওয়েল থাকায় অন্যর বাড়ী থেকে পানি সংগ্রহ করেন। সেই কষ্ট লাঘবে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে টিউবওয়েল প্রদান করা হয়।
টিউবওয়েল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে আমিনা বেগম জানান, আল্লাহ ওমাক গুলাক অনেক দিন বাঁচে রাখবে বাহে, এলা কষ্ট করি পানি আনি খাওয়া লাগবের নয়,নিজের বাড়িতে পানি তুলি খামো।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা প্রমূখ।