আন্তর্জাতিক ডেস্ক।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খার্গ। তিনি তার প্রতিপক্ষ শশী থারুরকে বিপুল ভোটে পরাজিত করেন। ফলে আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি হন।
কংগ্রেস কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের (সিইএ) তথ্য অনুসারে, দেশে মোট 36টি ভোট কেন্দ্র ছিল। বুথের সংখ্যা 67টি। প্রতি 200 জন ভোটারের জন্য একটি করে বুথ বরাদ্দ করা হয়েছে। ‘ভারত জোরো’ যাত্রার কারণে কর্ণাটকের বাল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দিয়েছেন রাহুল। যাত্রায় অংশ নেওয়া প্রায় ৫০ ‘ভারতযাত্রী’ তাঁর সঙ্গে ভোট দিয়েছেন।
গোপন ব্যালটে ভোট দেওয়া হয়। এই প্রথম সিইএ ভোটারদের QR কোড সহ পরিচয়পত্র ইস্যু করেছে। আইডি কার্ড ছাড়া ভোট করা যেত না। ভোটের জন্য কংগ্রেস 943 রিটার্নিং অফিসার নিয়োগ করেছে।
কংগ্রেস সূত্রে খবর, রাষ্ট্রপতি নির্বাচনে ‘হাইকমান্ড প্রার্থী’ খড়গে পেয়েছেন 7897 ভোট। প্রতিপক্ষ শশী থারুর পেয়েছেন ১০৭২ ভোট।
1998 সালের পর এই প্রথম গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেস সভাপতি হতে চলেছেন।
ভারতীয় গণমাধ্যমের মতে, এই নির্বাচনকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছে। শেষ পর্যন্ত এই লড়াইয়ে মুখোমুখি হলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গ এবং শশী থারুর। গান্ধী পরিবার এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন থেকে নিজেদের দূরে রেখেছিল।
2000 সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে সোনিয়া গান্ধী দলের সভাপতি নির্বাচিত হন। এরপর তার ছেলে রাহুল গান্ধী বিনা ভোটে কংগ্রেসের সভাপতি হন। কিন্তু 10 আগস্ট, 2019-এ, লোকসভা নির্বাচনে পরাজয়ের কারণে রাহুল পদত্যাগ করেছিলেন। সোনিয়াকে আবার দায়িত্ব নিতে হবে। তারপর এই নির্বাচন হলো।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার