শনিবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরে
সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রয় করার অপরাধে রিভারভিউ মোড়ের দবির স্টোরের মালিক রেজাউল করিমকে ৫ হাজার টাকা, একই অপরাধে জিয়া বাজারের হযরত আলীকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কালিবাড়ির এন কে ট্রেডার্স এর মালিক শ্রী নারায়ণ চন্দ্র কুণ্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ।