বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক ) কেন্দ্রীয় সংসদ আয়োজিত গীতা উৎসব ২১ অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আশীর্বাদক ছিলেন শ্রীমৎ স্বামী অজ্ঞানন্দ ব্রহ্মচারী ও সন্তোষানন্দ ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা ড. তপন কান্তি দাশ, চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ দাশ মজুমদার, বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য, দক্ষিণ জেলা সংসদের প্রধান উপদেষ্টা শিল্পপতি বাবুল ঘোষ বাবুন, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ।
বাগীশিক কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক বিজয় লক্ষ্মী দেবীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড. প্রবীর কুমার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন গীতা উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক লায়ন দিলীপ কুমার শীল ও সদস্য সচিব প্রীতম চৌধুরী। অঞ্জন কুমার ও শুভাশিষ শর্ন্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিক, দক্ষিণ জেলা সভাপতি শিক্ষক দেবাশীষ দত্ত (কৃতিত্ব), উত্তর জেলা সভাপতি শুভাশীষ চৌধুরী, ফেনী জেলা সভাপতি প্রকৌশলী নির্মল মজুমদার, খাগড়াছড়ি জেলা আহ্বায়ক প্রভাত তালুকদার, কক্সবাজার জেলা সভাপতি অঞ্জন কুমার প্রমুখ।
রাজন আচার্য্য, লালমনিরহাট জেলা সভাপতি অধ্যক্ষ সুদন চন্দ্র রায়, মৌলভীবাজার সংসদের সভাপতি সুধীর গোস্বামী, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক অ্যাড. অ্যাড. পাপ্পু সাহা, গনেশ চন্দ্র কুড়ি, লোইপুর জেলার সাধারণ সম্পাদক প্রমুখ।
শুরুতে গীতা প্রশিক্ষক তপন কান্তি নাথের পরিচালনায় অভয়মিত্র মহাশ্মশান গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা গীতা পাঠ পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন ড. অঞ্জন কুমার দাস, প্রকৌশলী সুমন সেন, মিশন দত্ত সপু এবং নৃত্য পরিবেশন করেন অহনা দাস, প্রিতুলা চৌধুরী।