গত ১০ অক্টোবর রোজ শুক্রবার, চট্টগ্রাম, কাতালগঞ্জ চকবাজার স্তর , গোপালজী ঠাকুর সেবা সদন মন্দির প্রাঙ্গণে , বাবু রতন কুমার সুশীল এর নিজ অর্থায়নে শ্রী শ্রী মা কালী মায়ের বিগ্রহ হস্তান্তর অনুষ্ঠানে ২০২২ অনুষ্ঠিত হয় ,
উক্ত বিগ্রহ হস্তান্তর অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন কম ওমানন্দ ব্রহ্মচারী, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা কালীর মানসপুত্র উপাধি প্রাপ্ত শ্রীযুক্ত রতন কুমার সুশীল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত শ্যামল পালিত,
মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কর, সন্মানিত অতিথি ডা:তেজেন্দ্র লাল সুশীল, সন্মানিত অতিথি প্রিয়তোষ শর্মা চন্দন, সন্মানিত অতিথি বেন্টু দাশ, এডঃ নিতাই প্রসাদ ঘোষ, তপন দাশ, রুপক শীল, স্বপন কুমার বিশ্বাস, শিপুল কুমার দে, অজিত কুমার শীল,তরুন দাশ ভানু, পলাশ কুমার চৌধুরী,
এই সময় স্বাগত বক্তব্য রাখেন সুধাংশু বিমল সুশীল, উক্ত অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জয়া বল তপু। অনুষ্ঠান শেষে বিগ্রহ গুলো যে সকল জেলা ও উপজেলায় হস্তান্তর করা হয় , সন্ধীপ, সাতক্ষীরা, ভোলা, বাশঁখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, নোয়াখালী, ফটিকছড়ি, নেত্রকোনা, গাজীপুর ময়মনসিংহ, জামালপুর,দোহাজারী,।।