তিনি ভারতের হরিয়ানার বিজেপি সরকার মাত্র ৪০দিনের জন্য জেল থেকে মুক্তি পান। আর প্যারোলে মুক্তি পেতে নতুন গানের ভিডিও প্রকাশ! এর সাথে তার দীপাবলি উদযাপনের ভিডিও প্রকাশ করা হয়েছে। বলছিলাম ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের কথা। নতুন গানের ভিডিও করে আবারও শিরোনামে তিনি।
ধর্মগুরু ভক্তদের বলেছিলেন যে তাঁর জেল যাত্রা আসলে একটি আধ্যাত্মিক যাত্রা। এ বিষয়ে শিগগিরই একটি বই লিখবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়া ডেরা সাচ্চা সৌদা প্রধান রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তাকে ৪০ দিনের প্যারোল মঞ্জুর করা হয়।
রাম রহিমের সিজলিং নতুন পাঞ্জাবি মিউজিক ভিডিওটি দীপাবলিতে তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। গানটির সঙ্গীত আয়োজন, কণ্ঠ, সুর ও পরিচালনার কৃতিত্ব তার। ইউটিউবে এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৫৮ লাখ ৫০ হাজার ৯৪০ বার।
গানটিকে দীপাবলি বিশেষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর বাইরে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে রাম রহিমকে দিওয়ালি উদযাপন করতে দেখা যাচ্ছে।
এর আগেও রাম রহিমের সৎসঙ্গের একটি ভিডিও মিডিয়ায় বেরিয়েছিল। সেখানে দেখা গেছে, বিজেপি সাংসদ সঞ্জয় ভাটিয়া, কর্নাল পৌর মেয়র রেণুবালা গুপ্তা এবং ডেপুটি মেয়র নবীন কুমার সহ একাধিক রাজনীতিবিদ সহ ক্ষমতাসীন বিজেপির কয়েকজন নেতা দোষী সাব্যস্ত ধর্মগুরুর আশীর্বাদ নিচ্ছেন।
বিরোধী রাজনীতিবিদরা বলছেন যে রাম রহিমের প্যারোলে মুক্তি এমন এক সময়ে এসেছে যখন হরিয়ানা পঞ্চায়েত নির্বাচন এবং আদমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে এগোচ্ছে৷ নির্বাচনের আগে তিনি সব সময় মুক্তি পান।
যদিও হরিয়ানার বিজেপি সরকারের দাবি, রাম রহিমের মুক্তির সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। আইন অনুযায়ী তিন বছর কারাগারে কাটানোর পর একজন কয়েদির আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারের যুক্তি। যদিও তা মানতে নারাজ বিরোধীরা। এরই মধ্যে প্রকাশ হয়েছে গানটির ভিডিও।
প্রসঙ্গত, গুরমিত রাম রহিমকে দুটি ধর্ষণের মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরে তার ম্যানেজারকে হত্যার দায়েও তার সাজা হয়েছে। দুই ডেরা শিষ্যকে ধর্ষণের দায়ে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে হরিয়ানার পঞ্চকুলা আদালত।
এ ঘটনা প্রকাশ্যে আনতে একজন সাংবাদিককে হত্যা করতে হয়েছে। খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে রাম রহিমকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ছাড়া ২০০২ সালে ডেরা ম্যানেজার রঞ্জিত সিং হত্যার দোষী সাব্যস্তদের তালিকায় তার নাম রয়েছে।