সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
দিনাজপুর কোতয়ালী থানার অন্তর্গত ১নং চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর
শ্মশানকালী মন্দিরে চাঁদার টাকা না পেয়ে মারপিট ও হামলা চালিয়ে কালি মুর্তি ভাঙচুর, লুটপাট করেছে দুর্বৃত্তরা।
এবিষয়ে মৃত্যু রাজ বিহারীর পুত্র কমল রায় (৩৫) বাদী হয়ে কোতয়ালী থানায় ৭ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে গত (২৫ অক্টোবর ২০২২) একটি মামলা দায়ের করেন, মামলা নং ৬২/৬৭৮।
আসামিরা হলেন,মোঃ হাসেম আলীর পুত্র ১| মোঃ রকি (২২) মোঃ লুৎফর রহমানের পুত্র ২|
মোঃ তুষার মিয়া(২৩) মৃত আবুল ড্রাইভারের পুত্র ৩| মোঃ রাশেদ (২৫) মোঃ সুজাত আলীর পুত্র ৪| মোঃ বেলাল ইসলাম(২১) মৃত আসলামের পুত্র ৫ | মোঃ রাজু ওরফে দিনকিস্তি রাজু(২৮) ৬। মোঃ পলাশ মিয়া(২৮)৭। মোঃ শরিফুল ইসলাম(২৮) সহ আরও অজ্ঞাতনামা ৯/১০ জন।
বাদীর এজাহার সুত্রে জানা যায়, গত (২৪ অক্টোবর২০২২) হিন্দু ধর্মালম্বীদের কালিপূজা অনুষ্ঠিত হয়। উক্ত কালিপূজা উপলক্ষে গ্রামবাসীর উদ্দ্যেগে শ্মশানকালী মন্দিরে কালিপূজার আয়োজন করা হয়। উক্ত তারিখ রাত্রি অনুমান ১১.৩০ মিনিটে সময় উক্ত মন্দিরের ভিতরে মন্দির কমিটির সদস্য, পুরোহিতসহ — ৪/৫ জন লোক পূজা অর্চনা করিতেছিল। মন্দির সংলগ্ন মন্দিরের পার্শ্বে মন্দির কমিটির সদস্য কালিপদ, আনন্দ, চন্দ্রন-১, চন্দ্রন ২. দ্বীপ, শ্যামল, সুমন, পরিমল, মন্টু, বিলাস, সরজিৎসহ আরো কিছু সদস্য অন্যান্য কার্যক্রম করে এবং আনন্দ উল্লাস করে। ঐ সময় হঠাৎ করে ১৭/১৮ জনের একটি দল অতর্কিত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া মন্দিরের পার্শ্বে অবস্থানরত পুজা কমিটির সদস্যদের কাছে ৫,০০০/-টাকা জোরপূর্বক চাঁদা দাবি করে। দুর্বৃত্তদের হুমকী ধামকী ও অস্ত্র সস্ত্রের ভয়ের পর – কমিটির সদস্যরা চাঁদা বাবদ ৩,০০০/-টাকা দেয়। ৩,০০০/-টাকা নেওয়ার পরে কমিটির কাছে আরো ২,০০০/ টাকা চাঁদা দাবি করে। কমিটিরা অবশিষ্ট চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, জোড় পূর্বক বল প্রয়োগের মাধ্যমে আরো -২,০০০/-টাকা চাঁদা নেওয়ার সময় কমিটির সদস্যরা প্রতিবাদ করলে আসামীরা কমিটির সদস্যদের এলোপাথারি মারপিট ও গোলযোগ শুরু করে। গোলযোগ দেখিয়া, মন্দিরের ভিতর অবস্থানরত পুরোহিত ও অন্যান্য সদস্যরা মন্দির হইতে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। মারামারির এক পর্যায়ে আসামীরা পরস্পর “যোগাসজসে হই দিয়ে মন্দিরে ভিতরে অনধিকার প্রবেশ করিয়া আসন হইতে কালী মূর্তিটি পিছন দিক হতে সামনে দিকে ফেলিয়ে দিলে কালী মূর্তির হাত, মুখ ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্থ হয়। এ সময় উক্ত কালী মূর্তির গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের হাড়, মূল্য অনুমান ৮৫,০০০/- টাকা অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া নেয়। ইহা ছাড়াও মন্দিরে রক্ষিত পুজার সরঞ্জামাদি ও পুজার ভোগের জিনিসপত্র নষ্ট করে অনুমান ৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। পূজা কমিটির চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে আসামীরা কমিটির সদস্যদের বিভিন্ন হুমকী ধামকী দিয়ে চলিয়া যায়।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, দিনাজপুর চ্যাপ্টারের সভাপতি অ্যাড কমল কান্ত কর্মকার ওয়ার্ল্ড নিউজ বাংলা ২৪, সোনার বাংলা নিউজ এর রিপোর্টার কে জানান যে, ঘটনার বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এর নিকট জানতে চাইলে তিনি বলেন ৪ জন আসামি কে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মিজানুর রহমান (নিঃ) গ্রেফতার কৃত আসামিদের, গত (২৬ অক্টোবর ২০২২) বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন, রাষ্ট্রপক্ষের হয়ে বিজ্ঞ আদালতে শুনানি করেন বি ডি এম ডাব্লু, চ্যাপ্টারের সভাপতি অ্যাড কমল কান্ত কর্মকার সহ অন্যান্য আইনজীবীরা । বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার কৃত আসামিরা হলেন ১। মোঃ রকি হাসান(২২), ২। মোঃ তুষার মিয়া(২৩), ৩। মোঃ রাশেদ(২৫), ৪। মোঃ বেলাল ইসলাম(২১) ।