সুজন চক্রবর্তী, আসাম( ভারত): বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গোটা গুজরাট জুড়ে যেন শুধুই মৃত্যু মিছিল। গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে ঝুলন্ত ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এই মুহূর্তে এই ঘটনায় মৃতের সংখ্যা ১৪১জন। গত ১ দশকে এত বড় বিপর্যয় দেখেনি গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় ব্রিজ ভেঙে পড়ার আগের ওপরের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন অনেকেই। ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছেন ভারতবাসী। প্রাণ বাঁচানোর জন্য জলের মধ্যে ডুবু ডুবু অবস্থায় ব্রিজের পাটাতল, কেবল ধরেই খাবি খাচ্ছিলেন মানুষেরা। নিজেকে বাঁচানোর শেষ একটা চেষ্টা। গুজরাটের তথ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন। এখনও সেনা, নৌসেনা, বিমানবাহিনী,জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।