সুজন চক্রবর্তী, আসাম( ভারত): বিক্ষোভ চলাকালীন সময়ে শিবসেনা নেতা সুধীর সুরিকে গুলি করে হত্যা করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। শুক্রবার ভারতের পাঞ্জাবের অমৃতসরে ২ জন হামলাকারী শিবসেনা নেতাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় বলে অভিযোগ। তাদের মধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, পাঞ্জাবের অমৃতসরের মাজিথা রোডে একটি মন্দিরের বাইরে যেখানে সুরি এবং দলের অন্যান্য নেতারা বিক্ষোভ করছিলেন, তখনই গুলি চলে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেই ২ হামলাকারীর ১জনকে গ্রেফতার করেছে। অপরজন পালিয়ে যায়। বন্দুকবাজ হামলায় ঘটনায় অমৃতসরের পুলিশ কমিশনার অরুণ পাল সিংবলেন, আন্দোলনের সময় সুধীর সুরিকে লক্ষ্য করে মন্দিরের বাইরে গুলি করা হয়। তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গিয়ে ও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।