কুড়িগ্রাম প্রতিনিধি: সম্মিলিত শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষার দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদরের মধ্য কুমরপুর এম এল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতি অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ নূর বকস, সহকারী অধ্যাপক আজিজুল হক, সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক আরিফুর রহমান রুবেল প্রমূখ।
সমাবেশে বক্তারা শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাঃ প্রতিরোধ, ছাত্র-ছাত্রীদের মাদক ও মোবাইল আসক্ত থেকে রক্ষার উপর গুরুত্বারোপ দিয়ে বক্তব্য রাখেন।