শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে ঐতিহাসিক রাসমেলার উদ্বোধনে -নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ৭২ এর সংবিধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান,সকল ধর্ম বর্ণের সম অধিকার প্রতিষ্ঠা পেয়েছে
রাজু বিশ্বাস, দিনাজপুর ব্যুরো প্রধান ঃ নৌ পরিবহন মন্ত্রণালয়ের নৌ প্রতিমন্ত্রী খালিদ
মাহমুদ চৌধুরী এমপি বলেন, দেশ রতœ শেখহাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে
লড়াই করে যাচ্ছেন। ১৯৭২ সালে সংবিধানে সকল ধর্ম বর্ণের যে অধিকার দিয়েছিল। কিন্তু
১৯৭৫ সালে ১৫উ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে আমাদের সেই অধিকার
কেড়ে নেয়া হয়েছিল। শুধু রাজনৈতিক ক্ষমতার কারনে এই দেশকে ধর্মে বিভক্ত করার চেষ্ট করা
হয়েছিল। এর বিরুদ্ধে একমাত্র সংগ্রাম করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গির বিরুদ্ধে এবং ক্ষমতায় থাকার জন্য ধর্মীয় কুটকৌশলদেও বিরুদ্ধে একমাত্র সংগ্রাম করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। এইজন্য বাংলাদেশ আওয়ামীলী কে অনেক রক্ত ঝড়াতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে, অনেক ধরনের মামলা, হামলা এবং বিভিন্ন ধরনের প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। আওয়ামীলীগ কখনও দমে যায় নাই, কখনও পিছু পা হয়নি, থেমে থাকে নি বলেই বাংলাদেশ আবার ৭২ সংবিধানে ফিরে এসেছে।
৭২ এর ,সংবিধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান,সকল ধর্ম বর্ণের সম অধিকার প্রতিষ্ঠা পেয়েছে।
তিনি আরও বলেন ৭২ এর সংবিধান প্রতিষ্ঠা করা এখনমাত্র সময়ের ব্যাপার। এজন্য আমরা
সংগ্রামে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ৭২ এর সংবিধান পুনঃ প্রতিষ্ঠা করা। এই জন্য আমাদেরকে ভীত, আতংকিত এবং পিছু পা হলে চলবে না। গতকাল সোমবার ০৭ নভেম্বর সন্ধ্যায় দিনাজপুর রাজ দোবোত্তর এস্টেট এর আয়োজনে কাহারোল উপজেলাধীন ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে শ্রীশ্রী কান্তজীউ’র রাস উৎসব উপলক্ষ্যে মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন,
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
রাস মেলাকে কেন্দ্র করে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে। এদেশে সকল ধর্ম বর্ণ নির্মিশেষে মানুষের সম অধিকার ভোগ করে আসছে। ১৭৫২ পর থেকে আজ পর্যন্ত মেলাটি গৌরবের সাথে হয়ে আসছে শুধুমাত্র ১৯৭১ সালে রাস মেলাটি অনুষ্ঠিত হয় নাই। এখানকার রাসমেলার ঐতিহ্য হচ্ছে হিন্দু, মুসলমান, ধর্ম, বর্ণ নির্মিশেষে প্রত্যেকে একাকার হয়ে অন্তত এই দিনটিকে স্মরন করে এটা লক্ষনীয় ব্যাপার। যা আমাদেরকেঅসাম্প্রদায়িক চেতনাকে উদ্বুদ্ধ করে। আমাদের দেবোত্তর সম্পত্তি সংরক্ষন হওয়া দরকার। আগামী
পার্লামেন্টে দেবোত্তর সম্পত্তির সুরক্ষা সংরক্ষন আইনের বিষয়টি উপস্থাপন করব। রাস মেলার সময়
দুর দুরান্ত থেকে ভক্তদের থাকা, খাওয়া ও বিশ্রামের জন্য ভক্ত সেবা আশ্রম বা ভক্ত নিবাস তৈরী করার
জন্য এখানকার আয় থেকে শুরু করার ব্যাপারে কমিটিকে নির্দেশ দেন এবং বলেন, প্রয়োজনে ১
কোটি টাকা আরও লাগলে সেটির ব্যবস্থা করে দিবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
দেবাশিষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ানুল হক, দিনাজপুর প্রেসক্লাবের
সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ কুমার সিংহ। শুভেচ্ছা বক্তব্য
রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টন ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং। পবিত্র
গীতা পাঠ করেন বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিকৎসক ও রাজ দেবোত্তর এস্টেট এর সদস্য
ডি সি রায়।
এর আগে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে মাস ব্যাপী রাস মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য
অতিথিবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলার আওয়মীলীগের সভাপতি এ কে এম ফারুক ও
সাধারন সম্পাদক আব্দুল মতিন, দিনাজপুর সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল,
রাজ দেবোত্তর এস্টেট এর সদস্য রমা কান্ত রায় ও উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র
দেব নাথ প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর বাংলা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় এই রাস উৎসব পালিত হয়। রাস
উৎসব উপলক্ষে বসে রাস মেলা। মেলায় দেশের প্রায় সব জেলা থেকেও সনাতন ধর্মাবলম্বীদের শতশত
নারী-পুরুষ, ভক্ত-পূণ্যার্থী ও দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটকেরা মেলায় আসেন। নির্মল
বিনোদনের জন্য ধর্মীয় কীর্ত্তনগান ছাড়াও হিন্দু ধর্মীয় বই-পুস্তক, শাঁখা-সিদুর, শঙ্খ, বালা,
চুঁড়িসহ নানা ধরনের পণ্যের পসরা মেলার দোকানে শোভা পেয়েছে।
গতকাল সোমবার ০৭ নভেম্বর সন্ধ্যায় দিনাজপুর রাজ দোবোত্তর এস্টেট এর আয়োজনে কাহারোল উপজেলাধীন ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে শ্রীশ্রী কান্তজীউ’র রাস উৎসব উপলক্ষ্যে মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এই সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
খুব সুন্দর হয়েছে তবে এডিট এর জন্য সজাগ থাকতে হবে।