রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Logo সমাজ উন্নত করতে এবং দুর্যোগ মোকাবেলায় যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম Logo নড়াইলের চিহ্নিত ডিজিটাল প্রতারক বেনজির ঢাকা’র কাউন্টার টেররিজম ইউনিটের হাতে গ্রেপ্তার Logo মানবতার নজির, ৪১ জন শ্রমিকের উদ্ধারের পর বার্তা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির Logo জমকালো আয়োজনের মধ্য দিয়ে সনাতন টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। Logo নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু Logo বীরগঞ্জে জাতীয় যুব উন্নয়ন দিবস পালিত Logo বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন Logo ফুলবাড়ীতে উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত Logo নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত Logo নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

আড়ংঘাটায় লাইনবিল পাবলায় ঘরবাড়ী ভাংচুর ও লুটপাট, গ্রেফতার ৬

সোনার বাংলা নিউজ / ১১৩ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ১০:০০ অপরাহ্ণ

সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
খুলনা আড়ংঘাটায় লাইনবিল পাবলা শিকদার পাড়ার বিকাশ নন্দীর নিকট জমি বিক্রি করে টাকা গ্রহণ করে, জমি রেজিস্ট্রি না দিয়ে গত (১৬ নভেম্বর ২০২২) সকাল অনুমান ১০.৪৫ মিনিট সময় ঘড়বাড়ী ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
এবিষয়ে মৃত বিমল নন্দীর পুত্র বিকাশ নন্দী (৫৩) বাদী হয়ে গত (১৬ নভেম্বর ২০২২) লোকমান হাকিমের পুত্র ১। মোল্লা জাকির হোসেন (৫৫) ২। মফিজুর রহমান ( টুকু) (৫৩) ৩। আলমগীর হোসেন (৪৫) ৪। অপু (২২)  ৫। জয়নাল কাজি (৪৭) সহ আরও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে আড়ংঘাটা থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ০৪।
গ্রেফতার কৃতরা হলেন ১। মোল্লা জাকির হোসেন (৫৫) ২। মফিজুর রহমান ( টুকু) (৫৩) ৩। আলমগীর হোসেন (৪৫) ৪। অপু (২২)  ৫। জয়নাল কাজি (৪৭)।
এজাহার সূত্রে জানা যায়, বাদী ১৮/২০ বছর
 পুর্বে মোল্লা জাকির হোসেন, সাং-দেয়ানা দক্ষিণপাড়া, থানা-দৌলতপুর এর স্ত্রী আরিফা সুলতানা(৫৫) এর নিকট থেকে আড়ংঘাটা থানাধীন লাইন বিল পাবলা শিকদার পাড়া এলাকায় ৯.৫ কাঠা জমি ক্রয় করার জন্য ১ নং আসামীর নিকট প্রতি কাঠা ১,০০০/- টাকা দরে ৮১,০০০/-(একাশি হাজার) টাকা প্রদান করলে ১ নং আসামী বাদী কে উক্ত জমিতে ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করার জন্য বলে। বাদী উক্ত জমিতে স্বপরিবারে ১৮/২০ বছর পূর্ব থেকে বসবাসের জন্য ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করতে থাকে। পরবর্তীতে  উক্ত জমি ভুক্তভোগীর নামে রেজিস্ট্রি করে নেওয়ার জন্য ০১নং আসামীকে বলিলে উক্ত আসামি আজ নয় কাল বলে কাল ক্ষেপন করিতে থাকে। জমি রেজিস্ট্রি করে না দিয়ে গত (১৬ নভেম্বর২০২২) সকাল অনুমান ১০.৪৫ মিনিট সময় ১ নং আসামীসহ ১০/১৫ জন দলবদ্ধ হয়ে লাঠি, সাবল ও ঘর ভাঙ্গার অন্যান্য সরঞ্জমাদি সহ ভুক্তভোগীদের বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে  বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, ধান রাখার গোলা, কাঠ রাখার ঘর ভাংচুর করে অনুমান ৩,০০,০০০/- টাকার ক্ষতি সাধন করে ও
ভুক্তভোগীর অনুমান ৫০ মন ধান নষ্ট করে ক্ষতি সাধন করে, যার অনুমান মূল্য ৫০,০০০/- টাকা, সর্বমোট ৩,৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করে।
আরও  বসত ঘরে থাকা ১ টি কম্পিউটার সেট, মূল্য অনুমান ৪৫,০০০/- টাকা,  টিভি মনিটর ১টি, মূল্য অনুমান ১৯,০০০/- স্বর্ণের চেইন ৮ আনা ওজনের ২টি, মূল্য অনুমান ৮০,০০০/- টাকা,  স্বর্ণের দুল ৪ আনা ওজনের ২ জোরা মূল্য অনুমান ৪০,০০০/- টাকা,  স্বর্ণের হাতের বালা ১২ আনা ওজনের, মূল্য অনুমান ৬২,০০০/- টাকা,  ইন্টারনেটের রাউটার ১ টি, মূল্য ১৫০০/- টাকা,  মাছ বিক্রয়ের নগদ টাকা ১,৫০,০০০/- টাকা, সর্বমোট ৩,৯৭,৫০০/- টাকা, এনআইডি কার্ড, পাসপোর্টসহ  কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত সময় বাদীর স্ত্রী নেকা নন্দী বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে মারধর করে নীল ফোলা জখম করে, তখন তার ডাক চিৎকারে  আশে পাশে থাকা লোকজন আগাইয়া আসিলে আসামীরা ঘরবাড়ী ছেড়ে চলে যাওয়া সহ প্রাননাশের হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে পরিবারের লোকজন নেকা নন্দীকে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে, চিকিৎসা করান।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ সোনার বাংলা নিউজ এর রিপোর্টার কে জানান যে, ঘটনার বিষয়ে ডেপুটি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা অতিশীঘ্রই সকল আসামিদের গ্রেফতার করব।
আরও জানান আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ ওহেদুজ্জামানের  নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং গ্রেফতারের অভিযান চলমান আছে।
BDMW এহেন ঘটনার তীব্র নিন্দা ও সকল অপরাধিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD