সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
খুলনা আড়ংঘাটায় লাইনবিল পাবলা শিকদার পাড়ার বিকাশ নন্দীর নিকট জমি বিক্রি করে টাকা গ্রহণ করে, জমি রেজিস্ট্রি না দিয়ে গত (১৬ নভেম্বর ২০২২) সকাল অনুমান ১০.৪৫ মিনিট সময় ঘড়বাড়ী ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
এবিষয়ে মৃত বিমল নন্দীর পুত্র বিকাশ নন্দী (৫৩) বাদী হয়ে গত (১৬ নভেম্বর ২০২২) লোকমান হাকিমের পুত্র ১। মোল্লা জাকির হোসেন (৫৫) ২। মফিজুর রহমান ( টুকু) (৫৩) ৩। আলমগীর হোসেন (৪৫) ৪। অপু (২২) ৫। জয়নাল কাজি (৪৭) সহ আরও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে আড়ংঘাটা থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ০৪।
গ্রেফতার কৃতরা হলেন ১। মোল্লা জাকির হোসেন (৫৫) ২। মফিজুর রহমান ( টুকু) (৫৩) ৩। আলমগীর হোসেন (৪৫) ৪। অপু (২২) ৫। জয়নাল কাজি (৪৭)।
এজাহার সূত্রে জানা যায়, বাদী ১৮/২০ বছর
পুর্বে মোল্লা জাকির হোসেন, সাং-দেয়ানা দক্ষিণপাড়া, থানা-দৌলতপুর এর স্ত্রী আরিফা সুলতানা(৫৫) এর নিকট থেকে আড়ংঘাটা থানাধীন লাইন বিল পাবলা শিকদার পাড়া এলাকায় ৯.৫ কাঠা জমি ক্রয় করার জন্য ১ নং আসামীর নিকট প্রতি কাঠা ১,০০০/- টাকা দরে ৮১,০০০/-(একাশি হাজার) টাকা প্রদান করলে ১ নং আসামী বাদী কে উক্ত জমিতে ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করার জন্য বলে। বাদী উক্ত জমিতে স্বপরিবারে ১৮/২০ বছর পূর্ব থেকে বসবাসের জন্য ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করতে থাকে। পরবর্তীতে উক্ত জমি ভুক্তভোগীর নামে রেজিস্ট্রি করে নেওয়ার জন্য ০১নং আসামীকে বলিলে উক্ত আসামি আজ নয় কাল বলে কাল ক্ষেপন করিতে থাকে। জমি রেজিস্ট্রি করে না দিয়ে গত (১৬ নভেম্বর২০২২) সকাল অনুমান ১০.৪৫ মিনিট সময় ১ নং আসামীসহ ১০/১৫ জন দলবদ্ধ হয়ে লাঠি, সাবল ও ঘর ভাঙ্গার অন্যান্য সরঞ্জমাদি সহ ভুক্তভোগীদের বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, ধান রাখার গোলা, কাঠ রাখার ঘর ভাংচুর করে অনুমান ৩,০০,০০০/- টাকার ক্ষতি সাধন করে ও
ভুক্তভোগীর অনুমান ৫০ মন ধান নষ্ট করে ক্ষতি সাধন করে, যার অনুমান মূল্য ৫০,০০০/- টাকা, সর্বমোট ৩,৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করে।
আরও বসত ঘরে থাকা ১ টি কম্পিউটার সেট, মূল্য অনুমান ৪৫,০০০/- টাকা, টিভি মনিটর ১টি, মূল্য অনুমান ১৯,০০০/- স্বর্ণের চেইন ৮ আনা ওজনের ২টি, মূল্য অনুমান ৮০,০০০/- টাকা, স্বর্ণের দুল ৪ আনা ওজনের ২ জোরা মূল্য অনুমান ৪০,০০০/- টাকা, স্বর্ণের হাতের বালা ১২ আনা ওজনের, মূল্য অনুমান ৬২,০০০/- টাকা, ইন্টারনেটের রাউটার ১ টি, মূল্য ১৫০০/- টাকা, মাছ বিক্রয়ের নগদ টাকা ১,৫০,০০০/- টাকা, সর্বমোট ৩,৯৭,৫০০/- টাকা, এনআইডি কার্ড, পাসপোর্টসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত সময় বাদীর স্ত্রী নেকা নন্দী বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে মারধর করে নীল ফোলা জখম করে, তখন তার ডাক চিৎকারে আশে পাশে থাকা লোকজন আগাইয়া আসিলে আসামীরা ঘরবাড়ী ছেড়ে চলে যাওয়া সহ প্রাননাশের হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে পরিবারের লোকজন নেকা নন্দীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে, চিকিৎসা করান।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ সোনার বাংলা নিউজ এর রিপোর্টার কে জানান যে, ঘটনার বিষয়ে ডেপুটি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা অতিশীঘ্রই সকল আসামিদের গ্রেফতার করব।
আরও জানান আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ ওহেদুজ্জামানের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং গ্রেফতারের অভিযান চলমান আছে।
BDMW এহেন ঘটনার তীব্র নিন্দা ও সকল অপরাধিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।