‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচে হেরেছে স্বাগতিক দেশ। ফিফা বিশ্বকাপের ২২তম আসরের প্রথম ম্যাচে কাতারকে হারিয়েছে ইকুয়েডর। তারা মধ্যপ্রাচ্যের দেশটিকে ২-০ গোলে হারিয়েছে।
রোববার আল-বায়ত স্টেডিয়ামে মৌসুমের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের হয়ে দুটি গোল করেন এনার ভ্যালেন্সিয়া। অন্যদিকে একাধিক সুযোগ পেয়েও দলকে গোল দিতে পারেননি কাতারের ফরোয়ার্ডরা।
মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপের উদ্বোধনের তৃতীয় মিনিটেই প্রতিপক্ষ স্বাগতিক কাতারের জালে বল পাঠায় ইকুয়েডর। তবে অফসাইড হাতাহাতির কারণে গোল হয়নি।
কিন্তু গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইকুয়েডরকে। ১৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া। আর এভাবেই ইতিহাসের পাতায় মরু বুকের প্রথম বিশ্বকাপে প্রথম গোলদাতা হয়েছেন তিনি।
ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইকুয়েডর। গোলদাতা ভ্যালেন্সিয়া। অ্যাঙ্গোলো প্রিসিয়াদোর পাস থেকে গোলটি করেন তিনি।
ইকুয়েডর প্রথমার্ধ শেষ করে ২-০ ব্যবধানে। বিরতির পরও আধিপত্য বজায় রেখেছে লাতিন আমেরিকান দল।
তবে খেলার শেষার্ধে কোনো গোলের দেখা পায়নি ইকুয়েডর। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।