খবরটা হঠাৎ ভেঙ্গে গেল। তবে সার্বিয়ান কোচ ড্রাগান স্টাইকভিচ নিজেই এর সত্যতা নিশ্চিত করতে পারেননি। এমন খবরে তিনি বেশ অবাক! কেন এমন করবে ব্রাজিল? তার কথা স্পষ্ট। লুসিল স্টেডিয়ামে আজ রাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে নেইমার-রিচার্ডসন-রাফিনিয়া-ভিনিসিয়াস। ম্যাচের আগে কিছুটা ঢাকনা রাখছে ব্রাজিল। এখন পর্যন্ত কোচ তিতে তার প্রথম একাদশের কোনো আভাস দেননি।
কিন্তু হঠাৎ করেই গুজব উঠেছে যে ব্রাজিল বা সার্বিয়া ড্রোন উড়িয়ে ট্রেনিং গ্রাউন্ডে গুপ্তচরবৃত্তি করছে। কিন্তু সার্বিয়ান কোচ স্টোজকোভিচের প্রশ্ন, ব্রাজিল যদি এমন গুপ্তচরবৃত্তি করে, তাহলে তাদের লাভ খুব কম। তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন এই কোচ।
আল রাইয়ানের আল আরাবি স্পোর্টস কমপ্লেক্সের রাস্তা জুড়ে রয়েছে ব্রাজিল এবং সার্বিয়ার বেস ক্যাম্প। কেউ কেউ অন্যদের থেকে দূরে নয়। ব্রাজিলের ড্রোন ওড়ানোর খবরের প্রতিক্রিয়ায় সার্বিয়ান কোচ স্টোজকোভিচ বলেছেন, ‘ব্রাজিল কেন ড্রোন উড়িয়ে আমাদের গোয়েন্দাগিরি করবে? তাদের দরকার নেই।
ফুটবলের পরাশক্তি। আমরা এমন কিছু নই যে তাদের ড্রোন ওড়ানোর কৌশল বুঝতে হবে।’
স্টোইকেভিচ পুরো বিষয়টিকে একটি গুজব মনে করেন, ‘আমি মনে করি এটি একটি সম্পূর্ণ ভুল খবর, একটি গুজব। যদি এটি সত্য হয়, ব্রাজিল যদি সত্যিই ড্রোন উড়ায়, আমি মনে করি তাদের বিশেষ কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম।
স্টোজকেভিচ জানেন বৃহস্পতিবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণ করবে ব্রাজিল। কিন্তু স্টোইকেভিচও জানিয়ে দিয়েছেন, নেইমার-রিচার্ডসন-কাসেমিরোকে চ্যালেঞ্জ ছাড়া ছাড়বে না সার্বিয়া। কোচ তিতে তার বিশ্বকাপ দলে ৯ জন ফরোয়ার্ড রেখেছেন। স্টোইকভিচ এ নিয়ে মজা করে বলেন, ‘ব্রাজিল আমাদের বিপক্ষে ৪ স্ট্রাইকার খেলবে, এটা নিশ্চিত। কিন্তু ডিফেন্সে কে খেলবে? কেউ কি আদৌ খেলবে?’
ব্রাজিলের প্রতি সার্বিয়ার কোচের অনেক শ্রদ্ধা, ‘ব্রাজিল দারুণ দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। বিশ্বের অন্যতম সেরা দল। আমি মনে করি ব্রাজিল দল এই মুহূর্তে তাদের সোনালী প্রজন্মে আছে। সার্বিয়ার জন্য খুব কঠিন ম্যাচ অপেক্ষা করছে। প্রতিটি ম্যাচ 0-0 তে শুরু হয়, তাই আমাদের জয়ের সুযোগ থাকবে। তবে আমরা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না।
সার্বিয়া দল নিয়ে স্টোয়েভিচের মূল্যায়ন, ‘আমরা এখন অনেক পরিণত দল। এর আগে বিশ্বকাপ খেলে আমাদের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী, কিন্তু এই বিশ্বকাপ আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।