নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে ১০ দিন আগে নিখোঁজ ৭ বছর বয়সী আলিনা ইসলাম আয়াতের খন্ড খন্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (২৫ নভেম্বর) ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
ঈশ্বর নেই
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার দিন বিকেলে মুক্তিপণ দাবিতে আবি আয়াতকে অপহরণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ আকমল আলী সড়কের বাড়িতে নিয়ে গিয়ে ছয় টুকরো করা হয়। লাশ দুটি ব্যাগে করে বেড়িবাঁধ এলাকায় নদীতে ফেলে দেওয়া হয়। উদ্ধার করা হয়েছে বিকৃত করার যন্ত্র ও কাটার যন্ত্র। এছাড়া লাশের টুকরো টুকরো অংশ উদ্ধারের চেষ্টা চলছে।
আবির আয়াতের দাদা বাড়ির সাবেক ভাড়াটিয়া। শহরের আকমল আলী রোডে মায়ের সঙ্গে থাকেন তিনি। পুলিশ জানিয়েছে, সে একটি পোশাক কারখানায় কাজ করত।
পিবিআই কর্মকর্তা নাইমা সুলতানা জানান, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গতকাল রাতে আবিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।
এর আগে গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকায় বাসা থেকে পাশের মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হন আলিনা ইসলাম আয়াত। পরদিন তার বাবা সোহেল রানা ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিশুটির ছবি।