এক যুবকের চোখে রাসায়নিক ছিটিয়ে জোর করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে চার তরুণীর বিরুদ্ধে। পাঞ্জাবের জলন্ধরে এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবক একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর অভিযোগ, কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে তাঁর সামনে একটি গাড়ি থামে।
গাড়িতে থাকা তরুণীরা চিরকুট দিয়ে ঠিকানা চায়। চিরকুটে লেখা ঠিকানা পড়ার সময় তরুণীরা তার চোখে রাসায়নিক ছিটিয়ে বেরিয়ে যায়।
ওই যুবকের দাবি, জ্ঞান ফেরার পর তিনি তাকে গাড়িতে হাত-পা বেঁধে পড়ে থাকতে দেখেন। ওই যুবকের অভিযোগ, গাড়িতে থাকা চার তরুণী তাকে জোর করে মাদক সেবন করেন। তারপর তাকে জঙ্গলে টেনে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাকে পান করানো হয়। এরপর চারজন মিলে তাকে ধর্ষণ করে। এরপর যুবতীরা যুবককে জঙ্গলে ফেলে চলে যায়।
ওই যুবক আরও দাবি করেন, তরুণীরা একে অপরের সঙ্গে ইংরেজিতে কথা বলছিলেন। তাদের পোশাক দেখে মনে হতো সম্ভ্রান্ত পরিবারের মতো। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় পড়ে যায়। পুলিশ সঠিক ঘটনার তদন্ত করছে।
সূত্র: টাইমস নাউ, আনন্দবাজার