সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার চককাঁঠাল গ্রামে, গত (২৭ নভেম্বর ২০২২) রবিবার সকাল ৮ টায় ভুট্টার জমি থেকে ইসমাঈল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসমাইল হোসেন উপজেলার ঋষিঘাট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
এলাকা সুত্রে জানা যায়, ইসমাইল হোসেন মাদকসেবী ছিলেন। আনুমানিক ৩-৪ বছর পূর্বে উপজেলার লালমাটি গ্রামে বিয়ে করেন। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে চাচাতো শালিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ঢাকায় থাকতেন। কয়েকদিন পূর্বে তিনি ঢাকা থেকে নিজ এলাকায় আসেন।
গত শনিবার রাতে ইসমাইল হোসেন তার ফুপু শাশুড়ি নারগিস বেগম সহ বেশ কয়েক জনকে মোবাইল ফোনে জানান আমি ইঁদুর মারা বিষ খেয়েছি। সকালে এসে আমার লাশ নিয়ে যাবেন। এরপর থেকে সজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পায়নি।
পরের দিন রবিবার সকালে চককাঁঠাল গ্রামের ভুট্টার জমিতে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানা সুত্রে জানা যায়, সকালে স্থানীয়ভাবে খবর পেয়ে উক্ত এলাকার ভুট্টার জমির পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মেডিক্যাল রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি ইউডি মামলা হয়েছে।