কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বল জাল খুঁজে পাওয়ার পর অলিভিয়ের গিরুদ রান করেন। গতকাল রাতে পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোয় এই গোলটি শুধু ফ্রান্সকেই এগিয়ে দেয়নি, অনন্য রেকর্ডও। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক হওয়া কত সহজ!
এক সময় জাতীয় দলে ব্রাত্য থাকা জিরুই সেই কঠিন কাজটা করে দেখালেন। থিয়েরি অঁরিকে টপকে বসলেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে। ১১৬ ম্যাচে ০.৪৫ গড়ে ৫২ গোল করেছেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। ১২৩ ম্যাচে ০.৪১ গড়ে ৫১ গোল অঁরির। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচে জোড়া গোলে ফরাসি কিংবদন্তি ছুঁয়ে ফেলেছিলেন জিরু। বিশ্বকাপে ইতিমধ্যে ৩ ম্যাচে ৩ গোল করে ফ্রান্সকে শিরোপা জেতানোর পাশাপাশি গোল্ডেন বুটেরও স্বপ্ন দেখছেন জিরু। তবে এই অভিযানে তাঁর বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন ৪ গোল নিয়ে শীর্ষে থাকা তাঁরই সতীর্থ এমবাপ্পে।
ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলে সুযোগ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে জিরুকে। এই বিশ্বকাপে অবশ্য তিনি ছিলেন কোচ দিদিয়ের দেশচ্যাম্পসের দ্বিতীয় পছন্দের স্ট্রাইকার। কিন্তু করিম বেনজেমা পড়ে যাওয়া কপাল খুলে দেন জিরোর কাছে। সেই সুযোগটা দারুণ কাজে লাগাচ্ছেন তিনি।