রোববার (১৮ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলে ১৬ রোহিঙ্গাকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সকাল ৭টার দিকে মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (অব.) কায়শাইন ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে মৌলভীবাজার যাওয়ার পথে এনা পরিবহনের (নং যানবাহনে) ধাক্কা দেয়। ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) ওই গাড়িতে কয়েকজন যাত্রী মৌলভীবাজার যাওয়ার পথে। সন্দেহজনক হিসাবে
তিনি তাৎক্ষনিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুমে জানান। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার মো.
এ সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ জাকির হোসেন আজ সকাল সাড়ে ৭টায় শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান নিয়ে চট্টগ্রাম থেকে আসা এনা পরিবহনের গাড়ি নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩টিকে থামার সংকেত দেন। এরপর গাড়িতে থাকা পুলিশ পরিদর্শক কায়শাইনু কিলো-ডিউটি অফিসার এসআই জাকির হোসেনকে তার সন্দেহের বিষয়ে বিস্তারিত জানান এবং গাড়িতে থাকা পুরুষ, মহিলা ও শিশুসহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন।
পরে এসআই জাকির হোসেন সব রোহিঙ্গাকে তার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পে থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজারে এসেছিল।