বলিউডের হট কাপল হৃতিক রোশন ও সাবা আজাদ। বলিপাড়ায় তাদের প্রেমের গল্প সবাই জানে। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের। এখন হৃতিক তার গার্লফ্রেন্ডের সাথে অবসর নিতে উড়ে গেছেন।
মঙ্গলবার (20 ডিসেম্বর) ভোরে মুম্বাই বিমানবন্দরে এই দম্পতিকে দেখা গেছে। এ সময় তাদের সঙ্গে ছিলেন হৃতিকের দুই ছেলে রেহান ও রিদান। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন হৃতিক-সাবা। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে হৃতিককে একটি কালো টি-শার্ট এবং তার ওপর একটি জ্যাকেট পরা অবস্থায় দেখা যাচ্ছে। তার পরনে হালকা হলুদ-বাদামী রঙের ট্রাউজার এবং মাথায় টুপি। আর সাবা পরেছেন হালকা সবুজ রঙের কো-অর্ডার।
জানা গেছে, বান্ধবী সাবা ও দুই ছেলেকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে কোথাও যাচ্ছেন হৃতিক। তবে তারা কোথায় গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনাচক্রে, কয়েক মাস ধরে গুঞ্জন ছিল যে হৃতিক তার প্রেমিকা সাবার জন্য একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনবেন রুপিতে। আর নতুন বাড়িতে সংসার শুরু করবেন এই প্রেমিক যুগল।
খবর: হিন্দুস্তান টাইম