পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে বিস্ফোরণে পাঁচ সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন ১৫ জন।
রবিবার বেলুচিস্তানের কোহলু জেলার কাহান এলাকায় একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। খবর দৈনিক ভোরের।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার থেকে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। কোহলু জেলার কাহান এলাকায় সেনাবাহিনীর টহল চলছিল। তার খুব কাছেই একটি বিস্ফোরণ ঘটে।
অন্যদিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। নগরীর উপশহর এলাকায় পুলিশ পোস্টে অজ্ঞাত কয়েকজন গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় তিন পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলায় আহত হয়েছেন আরও ৪ জন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো হামলার নিন্দা জানিয়েছেন। শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।