৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের (ফিফা বিশ্বকাপ 2022) অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে নায়ক হয়েছিলেন ‘হক’ খ্যাত এই গোলরক্ষক। এরপর নানা ঘটনায় বিতর্কিত হয়েছেন তিনি। গোল্ডেন গ্লাভসে অশ্লীল অঙ্গভঙ্গি করা হোক বা কাইলিয়ান এমবাপ্পেকে উপহাস করা হোক না কেন, এমি সবই করেছে। কিন্তু এবার বিশ্বকাপ জয়ের কথা মনে রাখতে বাঁ পায়ে ট্যাটু এঁকেছেন তিনি।
মার্টিনেজ কাতার বিশ্বকাপে ‘টাইব্রেকার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত। তার শেষ মুহূর্তের সেভ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করে আর্জেন্টিনাকে। এমনকি ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বাঁ পায়ের অবিশ্বাস্য সেভ আর্জেন্টিনাকে নিয়ে যায় টাইব্রেকারে। তাই অনেকে বিশ্বাস করেন যে এই কারণেই মার্টিনেজ তার বাম পায়ে ট্যাটু করেছিলেন।
এর আগে অ্যাঞ্জেল ডি মারিয়াও নিজের শরীরে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করিয়েছিলেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। বিশ্বকাপ ফাইনালের ১০ দিন হয়ে গেছে, কিন্তু আর্জেন্টাইনরা এখনও উদযাপন করছে। প্রতিদিনই উদযাপনের নতুন খবর আসছে। বিশ্বকাপ জয় উদযাপনের সবচেয়ে বিতর্কিত অংশ ছিলেন মার্টিনেজ।