কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (০১জানুয়ারি) কুড়িগ্রাম পুরাতন ষ্টেশনে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব আতাউর রহমান আতা, জাতীয় পার্টির সমন্বয়ক নূর আলম সিদ্দিক লাভলু প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি হচ্ছে তৃণমূল মানুষের আস্থার জায়গা।
সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এখনো কোটি কোটি মানুষের হৃদয়ে আছে। গণঅধিকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের আবারো জাগতে হবে এবং জাতীয় নির্বাচনে এই আসনের প্রার্থীকে জয়ী করতে হবে।