বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার মধ্যে সম্পর্কটা দীর্ঘদিন ধরেই চলছে। নতুন বছরের প্রথম প্রহরে তাদের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে, যা প্রকাশ্যে আসতেই এই জুটিকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়।
জানা গেছে, থার্টি ফার্স্ট সেলিব্রেট করতে তামান্না ও বিজয় একসঙ্গে গোয়া গিয়েছিলেন। সেখানে হোটেল পার্টিতে যোগ দিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দুজনকে খুব কাছ থেকে ধরা হয়েছে। একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে! এ সময় বিজয়ের পরনে ছিল সাদা শার্ট, তামান্নার পরনে ছিল গোলাপি রঙের পোশাক।
তামান্না এবং বিজয় সুজয় ঘোষ পরিচালিত অ্যান্থলজি মুভি ‘লাস্ট স্টোরিজ় ২’ অ্যান্থলজি সিনেমায় পর্দা শেয়ার করেছিলেন তামান্না ও বিজয়। গুজব রয়েছে যে তাদের রোম্যান্স শুরু হয়েছিল সেই সিনেমার সেটেই। এরপর বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। এমনকি ২১ ডিসেম্বর নায়িকার জন্মদিনে তার বাড়িতে হাজির হয়েছিলেন বিজয়।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া