আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। টঙ্গীরের তুরাগ নদের তীরে ইজতেমা মাঠে ইতিমধ্যেই পুণ্যার্থীরা ভিড় শুরু করেছেন। এবারও ইজতেমাকে ঘিরে তৎপর রয়েছে কয়েক হাজার নিরাপত্তাকর্মী। তবে ইজতেমার সার্বিক প্রস্তুতি নিয়ে তারা সন্তুষ্ট।
তাবলিগ জামাতের লোকজন ইতিমধ্যে প্যান্ডেলে জড়ো হয়েছেন। উপাসকদের বসার জন্য বিশাল প্যান্ডেলটি খিত্তা খিত্তায় বিভক্ত। শীত ও নানা কষ্ট উপেক্ষা করে তারা আসছেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।
জেলা সূত্রে জানা গেছে, আশ্রয় না পেয়ে অনেকেই মাঠের পাশে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। তবে এবার পুণ্যার্থীদের আগমন বেড়েছে এবং আগের তুলনায় সুযোগ-সুবিধা বাড়লেও তারা আরও দাবি করছেন।
প্রতিবারের মতো এবারও ইজতেমা মাঠের চারপাশে ওয়াচ টাওয়ার, সিসিটিভি মনিটরিং, সাদামাটা পোশাকে গোয়েন্দা তৎপরতাসহ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। করোনার কারণে গত দুই বছরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। দুই বছর পর দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের পর মাঝখানে চার দিন বিরতি দিয়ে আগামী ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
রীতি অনুযায়ী প্রতিটি পর্বের ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।