সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
দিনাজপুরে ঘোড়াঘাটে, ঘোড়াঘাট পুড়াতন বাজারে অভিযান চালিয়ে এক জনকে আটক করেছে পুলিশ।
ঘোড়াঘাট থানা সুত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান কবিরের দিকনির্দেশনায়, এস আই মোঃ মোজাফ্ফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ ( ২৩ জানোয়ারী ২০২৩) সোমবার সকাল অনুমান ১০.০০ সময় ঘোড়াঘাট পুড়াতন বাজারে মোস্তাকের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে মোঃ রুহুল আমিন নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করে তার দেহ তল্লাশি করে জেকেটের ডান পকেট থেকে কমলা রঙের টেপেন্ডাল ৩ পিচ টেবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসে, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান, উক্ত আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মোবাইল কোর্ড মামলা নং ০৭/২০২৩
মাদকদ্রব্য আইনে ২০১৮ এর ৩৬ (৫) ধারায় রুহুল আমিন উলু(৫৮) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী ঘোড়াঘাট থানার, ঘোড়াঘাট পুর্ব পাড়ার (মরিচ পাড়া) মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ রুহুল আমিন উলু (৫৮)
আসামিকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এলাকা সুত্রে জানা যায় রুহুল আমিন বহুদিন থেকে এই মাদক সিন্ডিকেটের পরিচালনা করে আসছে।