সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
দিনাজপুরের ঘোড়াঘাটে খোদাতপুর চারমাথা এলাকায় গত (২৫ জানোয়ারী২০২৩) বুধবার সকাল অনুমান ০৮.০০ সময় জমি নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের ছুরির আঘাতে দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন উক্ত এলাকার হায়দার আলীর পুত্র মোনোয়ার হোসেন মিম (২৪) ও ইসমাইল হোসেনের পুত্র রাকিব হোসেন (২২) এই দুই যুবকে গলায় ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে।
এলাকা সুত্রে জানা যায় ইতিপুর্ব থেকে জমি নিয়ে বিরোধ ছিলো, উপজেলার চুনিয়াপাড়ার ১০ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় ওমর আলীর সঙ্গে হায়দার আলীর বিরোধ চলছিলো তাদের এই বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে।
বুধবার সকালে ওমর আলী উক্ত বিরোধী জমিতে পানি নিতে গেলে এসময় হায়দার আলীর ছেলেরা বাঁধা দিলে ওমর আলী সহ তার পরিবারের লোকজন তাদের উপর হামলা করে ও মনোয়ার হোসেনের পিঠে ছুরিদিয়ে আঘাত করে এবং রাকিবের গলায় ছুরির আঘাত করে। এতে ঘটনাস্থলেই মনোয়ার হোসেন মিম মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
এসময় খবর পেয়ে হায়দার আলীর স্বজনরা ও উত্তেজিত জনতা ওমর আলী সহ তার পরিবারের লোকজনের উপর হামলা করে ও মারপিট করে এতে ওমর আলী ও তার স্ত্রী সহ ছেলে গুরুতর আহত হন।
থানা সুত্রে জানা যায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওমর আলী সহ তার স্ত্রী ও ছেলেকে আটক করে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে, পুলিশ পাহারায় তাদের চিকিৎসা চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশ সুপার ইফতেখার আহম্মেদ ।
আটক কৃতরা হলেন উপজেলার খোদাতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ওমর আলী (৫৫),ও তার স্ত্রী মমেতা বেগম (৪৫), এবং তার ছেলে সামিরুল ইসলাম (২২)।
পুলিশ দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এবিসয়ে ঘোড়াঘাট থানায়, হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় আটক কৃতরা সুস্থ হলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।